বাড়িটিতে একটি কুকুর আক্রান্ত হওয়ার পর সাপগুলোর উপস্থিতি টের পাওয়া যায়। তারপরই সেগুলোকে সরাতে ডাকা হয় উদ্ধারকারীদের।
Published : 07 Feb 2025, 08:55 PM
অস্ট্রেলিয়ায় সিডনির এক বাড়ির আঙিনায় পাওয়া গেছে ১০২টি বিষাক্ত সাপ। স্থানীয় সরীসৃপ উদ্ধারকারীরা এই বিপুল সংখ্যক সাপ দেখে চমকে গেছে।
বাড়িটিতে একটি কুকুরকে সাপে কামড়ানোর পর এই বিষাক্ত সাপগুলোর উপস্থিতি টের পাওয়া যায়। এরপরই সেগুলোকে সরাতে ডাকা হয় উদ্ধারকারীদেরকে।
তারা বাড়িটিতে গিয়ে ৪০টি লাল পেটের কালো সাপ খুঁজে পায়। এর মধ্যে চারটি সাপ আরও অনেকগুলো ছানার জন্ম দেয়। সাপগুলোকে ব্যাগে ভরার পর এই ছানাদের জন্ম হয়। এতে মোট সাপের সংখ্যা দাঁড়ায় ১০২ টিতে।
লাল পেটের কালো সাপ অস্ট্রেলিয়ায় সবচেয়ে সাধারণ বিষাক্ত প্রজাতির সাপগুলোর একটি। তবে এই সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার কোনও রেকর্ড নেই।
বিবিসি জানায়, পাঁচটি পূর্ণবয়স্ক সাপ ও তাদের ৯৭ টি ছানাকে বর্তমানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আবহাওয়া শীতল হলে সাপগুলোকে একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
উদ্ধারকারী সংস্থার মালিক কোরি কেরেওয়ারো বলেন, সরীসৃপ উদ্ধারকর্মীদের জন্য এটি রেকর্ড সংখ্যক সাপ উদ্ধারের ঘটনা। তারা সাধারণত দিনে ৫ থেকে ১৫ টি সাপ উদ্ধার করে থাকে।
লাল পেটের কালো সাপ সাধারণত লাজুক প্রকৃতির। কেবলমাত্র হুমকি বোধ করলেই এই সাপ মানুষকে কামড়ায়। এদের কামড়ে শরীর ফুলে যাওয়া, বমি ও ডায়রিয়া হতে পারে।