শাবনূর জানেন না কে ফুল রেখে যান
পরিবার নিয়ে সিডিনিতে বসবাস করা বাংলা সিনেমার নায়িকা শাবনূরের দেখা মিলল সেখানকার ক্রিকেট গ্রাউন্ডে। ফেইসবুকে লাইভে এসে নায়িকা বলেছেন ছেলেকে পাশে নিয়ে দারুণভাবে খেলা উপভোগ করছেন তিনি। এর কদিন আগে ফেইসবুকে ফুল নিয়ে ছবি পোস্ট করে তিনি বলেছিলেন গত পাঁচ বছর ধরে কোনো এক ব্যক্তি তার বাড়ির দরজার সামনে প্রায়ই ফুল রেখে যান, যার পরিচয় অজানা। শাবনূরের সেই ফুল প্রীতি তুলে ধরছে গ্লিটজ।