চ্যাম্পিয়ন্স লিগ
এখনও হাঁটুর চোট থেকে সেরে ওঠেননি ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ মিডফিল্ডার।
Published : 07 Feb 2025, 09:51 PM
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না তিনি।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় সরাসরি জায়গা করে নিতে পারেনি সিটি ও রেয়াল। প্রাথমিক পর্বে ২২তম হয়েছে ইংলিশ ক্লাবটি। আর শিরোপাধারী রেয়াল প্লে অফে জায়গা করে নিয়েছে একাদশ স্থানে থেকে।
গত দুইবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে দুই লেগের প্লে অফে। আগামী মঙ্গলবার সিটির মাঠে হবে প্রথম লেগ। ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ সান্তিয়াগো বের্নাবেউয়ে।
নকআউট পর্বের জন্য শুক্রবার পরিবর্তিত দল ঘোষণা করেছে সিটি। রদ্রি ছাড়াও মিশরীয় ফরোয়ার্ড ওমার মার্মাউশ, স্প্যানিশ মিডফিল্ডার নিকো গনসালেস ও উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুখোদির কুজানভকে দলে রেখেছে তারা। এই তিনজনকেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চুক্তিভুক্ত করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
সম্প্রতি সিটিতে যোগ দেওয়া ব্রাজিলের ডিফেন্ডার ভিতো হেইসকে অবশ্য এই স্কোয়াডে রাখা হয়নি। ১৯ বছর বয়সী এই ফুটবলারকে কদিন আগে পালমেইরাস থেকে ৩ কোটি ৫০ লাখ ইউরোতে দলে টানে সিটি।
গত সেপ্টেম্বর থেকেই হাঁটুর গুরুতর চোটে ভুগছেন রদ্রি। এবারের ব্যালন দ’র জয়ীর অনুপস্থিতিতে মাঠের পারফরম্যান্সে বেশ ভুগছে সিটিও। এই স্প্যানিশ মিডফিল্ডারকে চলতি মৌসুমেই পাওয়া নিয়ে শঙ্কা আছে।
রেয়ালের বিপক্ষে তো নিশ্চিতভাবেই তাকে পাবে না সিটি। তবে মার্মাউশ, গনসালেস ও কুজানভকে পাওয়া যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের দলে রদ্রিকে যোগ করায় একটি সম্ভাবনার অবশ্য আভাস মিলছে। মৌসুমের কিছু অংশে হয়তো তাকে পাওয়া যেতে পারে। আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার আশায় আছেন তিনি।
যদিও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ২৮ বছর বয়সী এই ফুটবলারকে তাড়াহুড়া করতে বারণ করেছেন তিনি।