গুয়ার্দিওলার প্রস্তাব পেয়েই ‘সম্মানিত’ গন্সালেস
দুঃসময় থেকে মুক্তি পেতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একের পর এক ফুটবলারকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি, দলবদলের শেষ সময়ে তারা নিয়েছে বার্সেলোনার একাডেমি হয়ে একসময় মূল দলে খেলা মিডফিল্ডার নিকো গন্সালেসকে।