বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়েছে।
Published : 06 Feb 2025, 12:32 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নাম রেখেছেন একদল শিক্ষার্থী।
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিন বুধবার গভীররাতে এ ঘটনা ঘটে। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।
এ বিষয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামের ফেইসবুক গ্রুপে শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন নামের এক শিক্ষার্থী লিখেছেন, “‘বঙ্গমাতা হল’ আর ‘মুজিব হলের’ নাম মুছবে কবে?? এতবড় গণহত্যার পরও স্বৈরাচার হাসিনার কোন অনুশোচনাবোধ নাই। তার শুধু ৩২ নয়, পদচিহ্নসহ চিরতরে মুছে দেওয়া দরকার!!"
বঙ্গবন্ধু হলের নাম মোছার পর ফখরুল ইসলাম খান নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, “১৭ জানুয়ারি ২০১০ থেকে অফিসিয়ালি শেখ মজিব হলের ছাত্র হলেও ৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আমি আন-অফিসিয়ালি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ছাত্র।”
শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় ধানমন্ডির ৩২ নম্বরে দেওয়া ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি কেবল সেখানেই সীমাবদ্ধ থাকেনি। ধানমন্ডি ৫ নম্বরে মুজিবকন্যার বাসভবন সুধা সদন পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙচুর করা হয়েছে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও তার পরিবারের নাম পরিবর্তনের পাশাপাশি প্রতিকৃতি ভাঙচুর হয়েছে।