প্রস্তাবটি বাতিলে করা মামলার যৌক্তিকতা আছে কিনা, সোমবার তা খতিয়ে দেখার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
Published : 07 Feb 2025, 05:06 PM
যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়তে রাজি হলে তাদেরকে নানান আর্থিক সুবিধা দেওয়ার যে প্রস্তাব প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার কার্যকারিতা সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন এক বিচারক।
স্বেচ্ছায় চাকরি ছাড়ার কথা জানাতে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল; তার আগেই ফেডারেল বিচারক জর্জ ও’টুল জুনিয়র রিপাবলিকান প্রেসিডেন্টের পরিকল্পনাটি আটকে দেন, জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের এই পরিকল্পনায় আইনের লঙ্ঘন হয়েছে জানিয়ে ফেডারেল কর্মীদের ইউনিয়ন আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার বিচারক ও’টুল জুনিয়র পরিকল্পনাটির কার্যকারিতা সোমবার পর্যন্ত স্থগিত করে দেন।
মামলার যৌক্তিকতা আছে কিনা, সোমবার তা খতিয়ে দেখার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে, বলেছেন তিনি।
ফেডারেল সরকারের আকার ছোট করে আনার লক্ষ্যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েই একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে স্বেচ্ছায় চাকরি ছাড়লে সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও নানান সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তার প্রশাসন।
এরই মধ্যে ৬০ হাজারের বেশি কর্মী এই প্রস্তাব গ্রহণও করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অনেক কর্মীরা বলছেন, তারাও প্রস্তাবটি নিতে চান কিন্তু এর কিছু শর্ত নিয়ে তারা বিভ্রান্তিতে আছেন।
বৃহস্পতিবারের সময়সীমা যে স্থগিত হয়েছে ফেডারেল কর্মীদের তা জানিয়ে দেওয়া হবে, মার্কিন বিচার মন্ত্রণালয়ের এক আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ।
হোয়াইট হাউজ আদালতের এই সাময়িক স্থগিতাদেশকে সুযোগ হিসেবে দেখছে। তাদের ধারণা, সময় বাড়ায় স্বেচ্ছায় পদত্যাগকারীর সংখ্যাও বেড়ে যাবে।
অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) এক বিবৃতিতে বলেছে, তারা বর্ধিত সময়সীমা সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তাদের কাছে আসা পদত্যাগপত্রগুলো পর্যালোচনা করবেন।
“এই কর্মসূচিটি বাতিল বা পুরোপুরি স্থগিত হযে যায়নি। সরকার এই বিলম্বিত পদত্যাগে আগ্রহীদের ইচ্ছাকে সম্মান জানবে,” বলা হয়েছে এতে।
ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, অন্তত ২ লাখ কর্মী এই প্রস্তাবে রাজি হয়ে পদত্যাগ করবে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাদের ধারণার এক তৃতীয়াংশ পদত্যাগপত্রও আসেনি। তবে সময় পুরোপুরি শেষ হওয়ার আগে পদত্যাগপত্র পাঠানোর সংখ্যা হুট করে বাড়বে বলে তাদের আশা।
“এই কর্মসূচি আমেরিকান জনগণের কোটি কোটি ডলার বাঁচাবে,” বিচারক ও’টুল জুনিয়রের স্থগিতাদেশের আগে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের এমনটাই বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
মামলা করা আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ বলছে, আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার সুযোগ বা বাইআউট কর্মসূচি বাস্তবায়নে ওপিএমের পর্যাপ্ত অর্থ নেই।
এই কার্যালয় তাদের শর্তের ব্যাপারে পরস্পরবিরোধী নির্দেশনা পাঠিয়েছে বলেও দাবি তাদের।
সদস্যদের উদ্দেশ্যে লেখা এক ইমেইলে ইউনিয়নটি বলেছে, ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব হচ্ছে ‘সরকারি চাকরির কাঠামো নষ্ট করে দেওয়া এবং দক্ষ, পেশাদার কর্মীবাহিনীর জায়গায় অযোগ্য রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ও আর্থিক সুবিধা এনে দেবে এমন ঠিকাদার নিয়ে আসার প্রচেষ্টার’ অংশ।
কংগ্রেস এখন পর্যন্ত মধ্য-মার্চের পরের বাজেটই ঠিক করেনি, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত বেতন আসবে কোথা থেকে, প্রশ্ন তাদের।
বৃহস্পতিবার ইউনিয়নটি জানিয়েছে, বিচারক ও’টুল জুনিয়ার পরিকল্পনাটি আটকে দেওয়ায় তারা ‘সন্তুষ্ট’।