আগের দিনের চেয়ে লেনদেন না বাড়লেও শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেড়েছে।
Published : 28 Jan 2025, 07:05 PM
টানা পঞ্চম দিনের মত সূচকে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ১৩০ পয়েন্ট।
টানা পঞ্চম দিন সূচকের পতনে শেয়ার হাতবদলের পরিমাণও কমেছে। দিন শেষে ৩২৮ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়। আগের দিন লেনদেন হয় ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা।
দিনের শুরু থেকে বেলা ১২টা পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখে বাজার । এর পরই পতন দেখা দেয়।
আগের দিনের চেয়ে লেনদেন না বাড়লেও শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেড়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ১৭৩টির, কমে ১৫২টির। আগের দিন দর বাড়ে ১৪০টির, কমে ১৭৮টির।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, লেনদেন কমেছে ব্লক মার্কেটেও। এ বাজারে ৪ কোটি ৭১ লাখ টাকা লেনদেন করে ১৭টি কোম্পানি। গত চার দিন এ বাজারে লেনদেন হয় ১৫ কোটি টাকার ওপরে।
দিন শেষে লেনেদেনের শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এই খাতে লেনদেন হয় ৫৭ কোটি ১১ লাখ টাকা (১৭ শতাংশ)।
দর বাড়ার তালিকায় শীর্ষ তিন কোম্পানির মধ্যে রয়েছে ওয়াইম্যক্স, চারটার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং আর এ কে সিরামিক।
সবচেয়ে বেশি দাম হারানোর তালিকায় আছে এডিএন টেলিকম, বে লিজিং ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস।