চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বাড়ে বস্ত্র খাতে ভর করে। দ্বিতীয় দিনে এসে তাতে যুক্ত হয় ব্যাংক খাত।
Published : 03 Feb 2025, 05:55 PM
টানা দ্বিতীয় দিনের মত সূচক আর লেনদেন বাড়ল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট যোগ হয়ে সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ঠেকেছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। আগের দিন সূচক ছিল ৫ হাজার ১২৬ পয়েন্ট। সেদিন আট দিন পর সূচকে ১৩ পয়েন্ট যোগ হয়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে লেনদেনও সাত দিন পর চারশ কোটি ছাড়াল। এদিন লেনদেন হয় ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৩৫৬ কোটি ৪১ লাখ।
সবশেষ ডিএসইতে চারশ’ কোটি টাকা লেনদেন হয় গত ২২ জানুয়ারি। এর মাঝে লেনদেন সর্বনিম্ন ৩১৪ কোটি ১৬ লাখে নামে গত ২৯ জানুয়ারি। অন্যান্য দিনগুলোয় লেনদেন সাড়ে তিনশ কোটির আশপাশেই ছিল।
এদিন ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বাড়ে বস্ত্র খাতে ভর করে। দ্বিতীয় দিনে এসে তাতে যুক্ত হয় ব্যাংক খাত।
লেনদেন কিছুটা বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোতেও।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকালে লেনদেন শুরু হলে প্রথম ঘণ্টায় ৪৪ পয়েন্ট বেড়ে সূচক উঠে যায় ৫ হাজার ১৬৯ পয়েন্ট।
বিক্রির চাপ বাড়তে থাকলে সূচকে কিছুটা ভাটা পড়ে। লেনদেন শেষে আগের দিনের চেয়ে বাড়তি থাকে ১৯ পয়েন্ট।
মোট লেনদেনের মধ্যে ৬৯ কোটি ১১ লাখ টাকার (১৬ দশমিক ৩৬ শতাংশ) শেয়ার হাতবদল করে ব্যাংক খাতের কোম্পানিগুলো।
এর বাইরে ১৩ দশমিক ৪৭ শতাংশ বস্ত্র এবং ১২ দশমিক ৩৩ শতাংশ লেনদেন হয় ওষুধ ও রসায়ন খাতে।
অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির দিনে লেনদেনে অংশগ্রহণ করে ৩৯৯টি। এর মধ্যে দর বাড়ে ২১৯টির, কমে ১১৩টির। আগের দরে লেনদেন হয় ৬৭টির।
দিন শেষে দর বৃদ্ধিতে এগিয়ে থাকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও ইফাদ অটোস।
সবচেয়ে বেশি দর হারায় ঝিল বাংলা, মেঘনা সিমেন্ট, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও তাল্লু স্পিনিং মিল।