৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দেশটির সাবেক স্ট্রাইকার।
Published : 19 Dec 2022, 07:01 PM
কাতার বিশ্বকাপ চলাকালীন বারবার লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গাব্রিয়েল বাতিস্তুতাকে। বিশ্বকাপে দেশের হয়ে তার সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ কিংবা ছাড়িয়ে যাওয়ার পর অভিবাদন জানান উত্তরসূরিকে। এবার দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আর মেসির হাতে সোনালী ট্রফি দেখে আনন্দে কেঁদে ফেললেন দেশটির সাবেক স্ট্রাইকার।
লুসাইল স্টেডিয়ামে রোববার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা, তৃতীয়বারের মতো। লম্বা ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জেতা মেসি অবশেষে পেলেন বিশ্ব জয়ের স্বাদ।
এই আসরেই সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে বাতিস্তুতাকে (১০) ছাড়িয়ে বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেন মেসি। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়ে বাতিস্তুতা আশা প্রকাশ করেন, এবার মেসির হাত ধরে শিরোপা খরা কাটবে তাদের।
‘বাতিগোল’ নামে পরিচিত বাতিস্তুতার চাওয়া পূর্ণ হলো। মেসিদের বিশ্বকাপ জয় তিনি দেখলেন লুসাইলে বসে চোখের সামনে।
বিশ্বকাপে কাতারের টিভি চ্যানেল বিন স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন বাতিস্তুতা। ম্যাচের পর আলোচনায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সেখানে আরও চার জনের সঙ্গে ছিলেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকাও।
“মেসির জন্য, আর্জেন্টিনার জন্য, গোটা দেশের জন্য আমি খুশি। আমি কথা বলতে পারছি না। সবাই চেয়েছিল আর্জেন্টিনা জিতুক।”