আর্জেন্টাইন তারকা বিশ্বকাপ জেতায় দারুণ খুশি ‘দা ফেনোমেনোন’।
Published : 19 Dec 2022, 06:53 PM
লিওনেল মেসি এমনই এক জাদুকর, যার ভক্ত তালিকায় আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী দেশেরও অনেকে। যেমন মেসির খেলা খুব ভালোবাসেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর তাই পিএসজি তারকার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘দা ফেনোমেনন’।
এই গ্রেটের মতে, একটি যুগের নেতৃত্ব দিয়ে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি।
এবারের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে ব্রাজিল। এরপর দেশটির দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য, ২০০২ আসরের নায়ক রোনালদো বলেন, ব্রাজিলিয়ান হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে শিরোপা জিততে দেখতে চান না তিনি। তবে ফুটবলের জন্য মেসি যা যা করেছেন, সেজন্য তার হাতে এই ট্রফি দেখলে তার ভালোই লাগবে।
রোনালদোর সেই চাওয়া পূরণ হয়েছে নাটকীয় ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসিদের টাইব্রেকারে জয়ের মধ্য দিয়ে। ম্যাচে দুই গোল করা ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় ফাইনালের পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। আসরে ৭ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন ৪৬ বছর বয়সী রোনালদো। তিনি লেখেন, মেসির স্থান এখন আরও উঁচুতে।
“এমন পারফরম্যান্স যে কোনো বিরোধীতাকে দূরে সরিয়ে দেয়। আমি অনেক ব্রাজিলিয়ানকে এবং সারা বিশ্বের মানুষদেরকে এই রুদ্ধশ্বাস ফাইনালে মেসির জন্য গলা ফাটাতে দেখেছি। এমন বিদায় একজন গ্রেটের প্রাপ্য, যে কিনা স্রেফ বিশ্বকাপের তারকা হওয়ার চেয়েও বেশি কিছু, যে একটি যুগের নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন, মেসি!”
রোনালদোর টুইটের শেষের অংশ ছিল গণমাধ্যমের বিভিন্ন খবরের রেশ ধরে যে, বিশ্বকাপের পরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে ফাইনালের পর তিনি নিজেই জানিয়েছেন, দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।