‘এটা তার ব্যক্তিগত মন্তব্য। এর দায় দল নেবে না, বলেন জেলা বিএনপির সদস্যসচিব।
Published : 08 Feb 2025, 01:13 AM
বুলডোজার দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।
শুক্রবার সকালে নিজের ফেইসবুক আইডিতে এ ধরনের হুমকি দিয়ে একটি পোস্ট করেন তিনি। এতে নিজের দলের নেতাকর্মীদের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পোস্টে আখিরুজ্জামান লিখেন, “ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের যেসব দালাল এখনো ফেইসবুক সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, তাদের বাড়ি বুলডোজার কর্মসূচির আওতায় পড়বে এবং তাদের দেখা মাত্রই প্রতিহত করা হবে।”
যদিও আখিরুজ্জামান মাসুম বলেন, “ফেইসবুক স্ট্যাটাস মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি সতর্ক বার্তা।”
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, “এটা তার ব্যক্তিগত মন্তব্য। এর দায়ভার দল নেবে না। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি।”
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, “যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।”