“নাজমুল হুদা ভুল স্বীকার করে নিলেও অভিভাবকরা এসে তাকে মারধর করেন”, বলেন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন
Published : 08 Feb 2025, 01:17 AM
পাবনার ভাঙ্গুড়ায় যৌন নির্যাতনের অভিযোগে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষককে মারধর করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া প্রশিক্ষকের নাম নাজমুল হুদা।
করে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, “নাজমুল হোসেন তার ভুল স্বীকার করে নেন। কিন্তু অভিভাবকরা এসে তাকে মারধর করেন।”
শিক্ষক-অভিভাবকরা বলছেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ভাঙ্গুড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কয়েক ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতির অনুশীলন করছিল। সেখানে নাজমুল হুদা চিত্রাঙ্কন শেখানোর অজুহাতে এক ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান।
তখন ছাত্রীরা বিষয়টি তাদের এক শিক্ষককে জানায়। ওই শিক্ষক বিষয়টি তাৎক্ষণিক জানান প্রধান শিক্ষককে। তখন প্রধান শিক্ষক ওই প্রশিক্ষককে ডেকে বিষয়টা জানতে চান। তখন তিনি বিষয়টির জন্য ক্ষমা চান। তবে শিক্ষার্থীরা ক্ষমা না করে বিষয়টি অভিভাবকদের জানাল। পরে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে নাজমুল হুদাকে মারধর করে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “বিষয়টি শুনেছি। অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”