১৫ জন শিল্পীর ৪০ শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।
Published : 04 Feb 2025, 12:40 AM
কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ১৫ জন শিল্পীর ৪০ শিল্পকর্ম নিয়ে টরন্টোয় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী।
স্থানীয় সময় শনিবার দুপুরে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এটি উদ্বোধন করেন টরন্টোয় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. ফারুক হোসেন।
কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আর্ট বিয়োন্ড বাউন্ডারিজ: সেলিব্রেটিং আর্টিস্টিক হেরিটেজ অব বাংলাদেশ’ শিরোনামে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
যৌথভাবে এটি আয়োজন করেছে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পীদের সংগঠন ‘আর্ট কোয়েস্ট, কানাডা’।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কনসাল জেনারেল মো. ফারুক হোসেন বলেন, “এ চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে উন্নত শৈল্পিক ঐতিহ্য রয়েছে সেটা প্রসারের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। এছাড়া এ প্রদর্শনীর মাধ্যমে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বাংলাদেশের চিত্রকলা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা।”
এ প্রদর্শনী টরন্টোয় বসবাসরত বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির নাগরিকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মেলবন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টরন্টোয় নিযুক্ত জাপান, ইন্দোনেশিয়া, ঘানা, ফিলিপিন্স ও পানামার কনসাল জেনারেলসহ অন্যান্য কনস্যুলেটের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা।