আয়োজনে ৩০/৩৫ রকমের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয়।
Published : 03 Feb 2025, 11:17 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে ‘উত্তরণ’ নামে নতুন সংগঠন খুলেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ব্রঙ্কস শহরের একটি পার্টি হলে এ আয়োজনে ৩০/৩৫ রকমের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয়।
‘হৃদয়ে মম বাঙালি ও বাংলাদেশ’ শিরোনামে এ অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান শেলী, আনোয়ার হোসেন, খবিরউদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন, সাঈদুর রহমান লিংকন, এম হোসাইন, মনিরুল আলম দীপু, জুলি রহমান, আশরাফ হোসেন, আক্তারুজ্জামান, জহুরুল ইসলাম, তাসলিমা পাটোয়ারি, নূরল ইসলাম মিলন ও শফিকুল ইসলাম।
উৎসবে গান শোনান তানভির শাহীন, শারমিন তানিয়া ও আলভান চৌধুরী।
আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন মনিরুজ্জামান মনির, রেজা আব্দুল্লাহ, নুরুন্নবী নবীন, মাসুদ কবির রসুল, রূপচান মিয়া, আল মামুন সরকার, সুজাউদ্দৌলাহ চৌধুরী শামীম, মাহবুবুর রহমান শাহীন, সেলিম রেজা, হুমায়ূন কবীর, সালাহউদ্দিন আহমেদ কাব্য, এনামুল হক খান বিপ্লব, সুলতান আহমেদ, আবু এস আশরাফউদ্দৌলাহ লিটন, রফিকুল হাসান সাফি, আব্দুর রহমান, মমিনুল ইসলাম, আবুল হোসেন, সামিউল ইসলাম, আব্বাস আলী, আশরাফুল আলম ও মুক্তার হোসেন।