“উদ্দীপ্ত তারুণ্য, উজ্জ্বল ভবিষ্যৎ” শিরোনামে এ আয়োজন করে বাংলাদেশ মিশন।
Published : 05 Feb 2025, 03:03 PM
বাংলাদেশি ঐতিহ্য নিয়ে মিয়ানমারের ইয়ুথ ফেস্টিভ্যাল উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন।
মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস পরিবারের সদস্যসহ প্রায় ২০০ তরুণ-তরুণী এ অনুষ্ঠানে অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে “উদ্দীপ্ত তারুণ্য, উজ্জ্বল ভবিষ্যৎ” শিরোনামে এ আয়োজন করেন তারা।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন বলেন, “তরুণরা তাদের কর্মচাঞ্চল্য, আবেগ ও উদ্যোগ দিয়ে নতুন পৃথিবী গড়তে এবং বিশ্বজুড়ে পরিবর্তন আনতে সক্ষম।”
দুই দেশের পোশাক, সংস্কৃতি ও খাবারে সাদৃশ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান এই মিল দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।”
অনুষ্ঠানমালায় ছিল তরুণদের অংশগ্রহণমূলক বিভিন্ন খেলাধুলা, বাংলাদেশি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, মেহেদি লাগানো, মাটির পাত্রে আলপনা, বাংলাদেশি শাড়ি-পাঞ্জাবি পরিধান, দেশাত্মবোধক ভিডিওচিত্র প্রদর্শন এবং বাংলাদেশি খাবারের আয়োজন।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পর্যটনকেন্দ্র, মৃৎশিল্প, পাটশিল্প, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং রপ্তানিযোগ্য পোশাকের বেশ কয়েকটি স্টল প্রদর্শিত হয় উৎসবে।
বাংলাদেশের পোশাকের ঐতিহ্য প্রদর্শন করে একটি পোশাক ট্রাই-অন বুথ নির্মিত হয়, যেখানে মিয়ানমারের তরুণ-তরুণীরা বাংলাদেশি জামদানি শাড়ি ও পাঞ্জাবি পরে। এছাড়া মেহেদি কর্নারে তরুণীরা বাংলাদেশি মেহেদীর রঙে হাত রাঙায়।
সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় দুই দেশের গানের সঙ্গে নাচ। উৎসবে আসা অতিথিদের জন্য বিরিয়ানি, সিঙ্গারা, পিয়াজু, পিঠা ও মিষ্টিসহ বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শিত হয়।