সভায় কৃষকদের সমস্যা, প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা শুনেন রাষ্ট্রদূত।
Published : 07 Feb 2025, 01:37 PM
কুয়েতের কর্মরত বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে বাংলাদেশের দূতাবাস।
বুধবার দেশটির কৃষি অঞ্চল আবদালিতে এ সভায় প্রবাসীদের সমস্যা ও অভিযোগ শোনা হয় এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।
রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা শুনেন। তিনি বলেন, “প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার।
অনুষ্ঠানটি আয়োজনে কাজ করেছেন নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদসহ আবদালিতে বসবাসরত বাংলাদেশি কৃষকরা।