“আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ায় আমাদের গাড়ি যেতে পারেনি,” বলছেন ফায়ার সার্ভিস কর্মী।
Published : 07 Feb 2025, 12:31 PM
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের (শেখ সেলিম) ঢাকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনানীতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগুন নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে।
তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই। কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
পাশের একটি বাড়ির রক্ষণাবেক্ষণ কর্মী সাইফুল ইসলাম বলেন, ৫ অগাস্টের পর বাড়িটিতে কয়েক দফায় লুট হয়েছে। সেখানে এখন কোনো আসবাবপত্র নেই। বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়িটির তিনতলায় আগুন দেখা যায়।
আগুন বাড়তে থাকলে পেছনের বাড়িতে আগুন ছড়ানোর শঙ্কা দেখা দেয় জানিয়ে সাইফুল বলেন, “দুই বাড়ির মধ্যে মাত্র কয়েক হাত দূরত্ব। পরে ওই বাড়ির লোকেরা আতঙ্কে নেমে আসেন। আশপাশের বাড়ির কর্মীরা মিলে পাইপ দিয়ে পানি মেরে আগুন নেভান।”
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম শুক্রবার বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ায় আমাদের গাড়ি যেতে পারেনি।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গোপালগঞ্জ-২ আসনের সাবেক এ সাংসদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।