শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় চড়তে থাকায় চাহিদা কমার দরুন দেশটিতে চার বছরের মধ্যে প্রবৃদ্ধি এবারই সবচেয়ে কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Published : 02 Feb 2025, 07:13 PM
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে ভোক্তা চাহিদা বাড়ানোর লক্ষ্যে ভারতের সরকার অন্তত এক দশকের মধ্যে আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে।
এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াইরত দেশটির লাখ লাখ পরিবারকে বিশাল স্বস্তি দিতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় চড়তে থাকায় চাহিদা কমার দরুন দেশটিতে চার বছরের মধ্যে প্রবৃদ্ধি এবারই সবচেয়ে কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও শনিবার বার্ষিক বাজেট বক্তৃতায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নতুন কর কাঠামো মানুষের হাতে খরচের টাকা বাড়াবে, পরিবারের ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি করবে।
কী পরিবর্তন এলো?
নতুন নিয়মে যাদের বার্ষিক আয় সর্বোচ্চ ১২ লাখ ৮০ হাজার রুপি, তাদেরকে কোনো করই দিতে হবে না। গত বছর পর্যন্ত এ সীমা ছিল ৭ লাখ রুপি।
যারা নতুন কর ব্যবস্থায় রিটার্ন জমা দেবেন কেবল তারাই এ সুবিধা পাবেন। ২০২০ সালে চালু হওয়া নতুন এ পদ্ধতিতে করের হার খানিকটা কম, তবে ছাড়ও খুব বেশি পাওয়া যায় না।
দেশটির করদাতারা চাইলে আগের পদ্ধতিতেও রিটার্ন জমা দিতে পারবেন, যার মাধ্যমে বাড়ি ভাড়া, হোম লোন, ইনস্যুরেন্সের প্রিমিয়ারসহ নানান ব্যয়ে কর ছাড়ের সুযোগ নেওয়া যাবে।
নতুন কর ব্যবস্থায় দিনকয়েক আগেও ১৫ লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয়ে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কর দেওয়া লাগতো, এর বেশি আয়ে দিতে হতো ৩০%।
কর হারে পরিবর্তনের ফলে এখন সর্বোচ্চ ওই ৩০% কর দিতে হবে আয় বছরে ২৪ লাখ রুপির বেশি হলে।
সঞ্চয় কতটুকু বাড়বে?
নতুন ব্যবস্থায় করদাতাদের বছরে ১২ লাখ রুপি পর্যন্ত করযোগ্য আয় থেকে ৭৫ হাজার রুপি বাদ দেওয়ার সুযোগ থাকছে। এর ফলে এই শ্রেণি প্রতি বছর প্রায় ৮০ হাজার রুপি কম কর দেওয়ার সুযোগ নিতে পারবেন, অনুমান সরকারের।
বিশ্লেষকরা বলছেন, এখন বছরে ২৫ লাখ রুপি আয় করলে দিতে হয় ৪ লাখ ৫৭ হাজার রুপি, ছাড়ের ফলে একই আয়ে কর দিতে হবে ৩ লাখ ৪৩ হাজার রুপির মতো।
অর্থ্যাৎ, কর ছাড়ে আগের তুলনায় হাতে প্রায় ৫ শতাংশ বেশি অর্থ থাকবে, মাসে মাসে সঞ্চয় হবে প্রায় সাড়ে ৯ হাজার রুপি।
একে করদাতাদের জন্য বড় স্বস্তি বলছেন ব্যাংকবাজার ডটকমের প্রধান নির্বাহী আদিল শেঠী।
সরকারের রাজস্ব কত কমবে?
কর ছাড়ের ফলে বছরে এক ট্রিলিয়ন রুপির মতো রাজস্ব আয় কমবে বলে আশঙ্কা ভারত সরকারের। নতুন করে করের বাইরে যুক্ত হবে আরও প্রায় এক কোটি মানুষ।
এই লোকসানের পেছনে উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্ত যেন খরচ বাড়ায়, তাহলে বাজারে চাঙাভাব সৃষ্টি হবে, অর্থনীতি পাবে গতি।
ভারতের অর্থসচিব তুহিন কান্তা পান্ডে বলেছেন, মূলত মানুষের হাতে টাকা দিয়ে তাদের খরচ বাড়াতে ও বিনিয়োগে উৎসাহ যোগাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর ছাড়ের ফলে অনেক করদাতা আগের পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে ঢুকবে বলেও আশা করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে করদাতাদের ৭৫ শতাংশই নতুন পদ্ধতিতে রিটার্ন জমা দেবেন, প্রত্যাশা দেশটির সরকারের।