বিনামূল্যে নিবন্ধন করে আয়োজনে অংশ নিতে পারছেন অংশগ্রহণকারীরা। তবে খেলার জন্য ১০০ টাকার টিকেট কাটতে হচ্ছে।
Published : 17 Jan 2025, 06:26 PM
নারীদের ঋতুস্রাব নিয়ে সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন 'অনন্যা ডাবল ফান ফেয়ার' এর আয়োজন করেছে।
শুক্রবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দিনব্যাপি এ আয়োজন করা হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত।
‘দুই গুণ সুরক্ষা’ নিয়ে তৈরি অনন্যা স্যানিটারি ন্যাপকিনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এর নাম 'অনন্যা ডাবল ফান ফেয়ার’ রাখা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
আয়োজকরা বলেন, আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ করে মেয়েদের উজ্জীবিত করতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিনামূল্যে নিবন্ধন করে আয়োজনে অংশ নিতে পারছেন অংশগ্রহণকারীরা। তবে খেলার জন্য ১০০ টাকার টিকেট কাটতে হচ্ছে। এর মাধ্যমে পাঁচটি খেলায় অংশ নিতে পারবেন অংশগ্রহণকারীরা।
আর ঋতুস্রাব সংক্রান্ত সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার বার্তা লেখা বিভিন্ন টি-শার্ট কেনা যাচ্ছে ৩০০ টাকায়। টি-শার্ট এবং টিকেট বিক্রির অর্থ অনুদান হিসেবে ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ আয়োজনে পাঁচটি স্টলে পাঁচজন উদ্যোক্তা শাড়ি, গয়না, মগসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন। নিবন্ধনের মাধ্যমে এই উদ্যোক্তাদের বেছে নেওয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
সন্ধ্যার পর হেলথ অ্যান্ড ওয়েলবিং, গান ও কমেডি আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
সারাদিন বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল ফান ফেরারে। বিকালে মেয়েকে সঙ্গে নিয়ে আসেন গুলশানের বাসিন্দা তাহসিনা হাসিন বিনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালোই লাগছে। বাচ্চারা খেলছে, মজা করছে।”
ফান ফেয়ারে অংশ নিয়ে ফ্রেশ অনন্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “আমার লম্বা একটা জার্নি গেছে; এমন না সবকিছু আমি খুব ইজিলি পেয়েছি। এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এজন্যই কিছু হলেও হয়ত অর্জন করতে পেরেছি।
“জীবন সব সময় একরকম যায় না। সেজন্য সব সময় আপনাকে ফান মোডে থাকতে হবে। এই আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।”