আগামী ৪ নভেম্বর তার অবসরপ্রস্তুতি ছুটিতে যাওয়ার কথা।
Published : 19 Aug 2024, 01:12 AM
ক্ষমতার পালাবদলের হাওয়ায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকেও সরিয়ে দেওয়া হল।
রোববার এক আদেশে জাহাঙ্গীর আলমকে বিটিভি থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জাহাঙ্গীর আলম অবশ্য বলছেন, আগামী ৪ নভেম্বর তার অবসরপ্রস্তুতি ছুটিতে যাওয়ার কথা; আর নিয়ম অনুযায়ী অবসরে যাওয়ার দুই মাস আগে অবসরপ্রস্তুতি ছুটির আবেদন করতে হয়।
“আমি গত ১৫ অগাস্ট অবসরপ্রস্তুতি ছুটির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। অবসরে যাওয়ার আগে ওএসডি করে জনপ্রশাসনে ন্যস্ত করার নিয়ম রয়েছে।"
একাদশ বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ২০২৩ সালের ৫ জুন প্রেষণে বিটিভির মহাপরিচালক করা হয়েছিল। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।