আটটি গল্পের সমাহারে ‘কোরিয়ান লোককথা’ অনুবাদ করেছেন নোমান প্রধান।
Published : 06 Feb 2025, 01:48 PM
বিশ্ব লোককথার অনুবাদের বই ‘কোরিয়ান লোককথা’ বইমেলায় এসেছে প্রকাশনী সংস্থা ‘ঘাসফুল’। মেলার ১৮০-৮১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। আটটি গল্পের সমাহারে ‘কোরিয়ান লোককথা’ অনুবাদ করেছেন নোমান প্রধান।
বইটিতে প্রাচীন কোরিয়া ও বর্তমানে বিভক্ত কোরিয়ার দুই অংশে প্রচলিত লোকগল্পগুলো অনুবাদ করা হয়েছে। অসংখ্য গল্প থেকে বাছাই করে বাংলাদেশি পাঠকদের উপযোগী আটটি গল্প আছে এতে। গল্পগুলোর নাম: ‘সবুজ ব্যাঙের কিচ্ছা’, ‘ভিখারির মেয়েটি কিংবা পদ্মফুল’, ‘খরগোশের রায়’, ‘তিনটি প্রশ্ন’, ‘সিদ্ধান্ত কার?’, ‘কাঠুরে ও বাঘভাই’, ‘তিনটি উপহার’ ও ‘বাচ্চা গবলিনের গল্প’।
‘সবুজ ব্যাঙের কিচ্ছায়’ উঠে এসেছে বর্ষার দিনে ব্যাঙের ডাকাডাকি নিয়ে গল্প। এটি কোরিয়ায় বহুল প্রচলিত ও বেশ জনপ্রিয়। সবুজ ব্যাঙকে তার মা যা বলে সে কেবল তার বিপরীত কাজই করে। উপরে যেতে বললে নিচে যায় আর ডানে বললে বামে যায়। চিন্তায় চিন্তায় একদিন মা তার বৃদ্ধ হয় আর মৃত্যুর আগে শেষ ইচ্ছা জানিয়ে যায়. মায়ের শেষ ইচ্ছা কেন্দ্র করেই গল্পের সমাপ্তি। মায়ের এক অবাধ্য সন্তানের করুণ কাহিনি উঠে এসেছে এই গল্পে।
‘তিনটি প্রশ্ন’ গল্পটি এক দুঃসাহসী তরুণের, ভাগ্যদেবতার প্রতি একটি প্রশ্ন নিয়ে সে রওনা হয় স্বর্গের দিকে। পথের মাঝে সুন্দরী এক বিধবা ও এক দুর্ভাগা ড্রাগনের একটি করে প্রশ্ন গ্রহণ করে চলতে থাকে স্বর্গ পানে, অসাধারণ অভিযাত্রায়। এই গল্পে একইসাথে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও কোরিয়ান মিথলজি চরিত্রগুলো উঠে এসেছে।
‘তিনটি উপহার’ শিরোনামে গল্পটি তুলনামূলক বড়। এই গল্পে হতদরিদ্র কিন্তু এক চৌকস পিতা মৃত্যুর আগে তার তিন ছেলেকে তিনটি সামান্য উপহার ও মূল্যবান উপদেশ দিয়ে যান। তিন ভাই তাদের বাবার দিয়ে যাওয়া উপহার ও উপদেশকে কাজে লাগিয়ে কীভাবে সফলতা অর্জন করে সেই কাহিনি জানা যাবে। এই গল্পটিতে একইসাথে ভূত-গবলিন, অরণ্য-বাঘ ও রাজা-প্রজার ঘটনা উঠে এসেছে।
‘বাচ্চা গবলিনের গল্পটি’ বেশ ব্যতিক্রম। কোরিয়ার এক ধনী লোকের বাড়িতে নিমন্ত্রণে যোগ দিতে আসেন গ্রামের গণ্যমান্য সবাই। হঠাৎ সেখানে দেখা যায় ছেঁড়া কাপড় পরা গরিব এক ছেলেকে। উপস্থিত অতিথিরা অচেনা ছেলেটির প্রতি বিরক্ত প্রকাশ করলে বাড়ির মালিক তার চাকরদের নির্দেশ দেন যেন ছেলেটিকে বাইরে ছুড়ে ফেলে। তারপর শুরু হয় অদ্ভুত কাণ্ড। অনেক চেষ্টায় ছেলেটিকে কেউ একচুল তার জায়গা থেকে সরাতে পারে না। সবাই একসময় আতঙ্কিত হয়ে পড়ে। গল্পটি শেষ হয় চমৎকার এক চমক উপহার দিয়ে।
এশিয়ার অন্যান্য দেশের মতো কোরিয়ান লোককথারও প্রধান উপজীব্য বিষয় রাজা-রানি, ড্রাগন, জীবন সংগ্রাম, গবলিন ও ভূতপ্রেত। ‘কোরিয়ান লোককথা’ নোমান প্রধানের ষষ্ঠ বই। তার অনুবাদে আগে প্রকাশিত আরেকটি বই হলো ‘তুরস্কের লোককথা’। দুটি বই-ই পাওয়া যাচ্ছে বইমেলায় ‘ঘাসফুল’ স্টলে।