পূর্ব আফ্রিকার তিন দেশ- কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডার ভ্রমণ আখ্যান।
Published : 08 Feb 2025, 12:14 AM
আফ্রিকা মহাদেশ, এই ভূখণ্ড ‘পুরাতন পৃথিবী’ নামেই পরিচিত। আর পূর্ব আফ্রিকা! কোথাও বিস্তীর্ণ সাভানা, কোথাও ঘন অরণ্য, কোথাও পাহাড়, আবার চলতে চলতে আধুনিক শহর। তারপর পাতায় কিংবা ঘাসে ছাওয়া আদিবাসী গ্রাম। বিচিত্র এক ভূখণ্ড!
এ মহাদেশের উত্তরে রয়েছে সুবিশাল সাহারা মরুভূমি, একেবারে কোল ঘেঁষে গেছে নীলনদ, দক্ষিণে উত্তমাশা অন্তরীপের পাশ দিয়ে বয়ে যাওয়া আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরের জলপথ পেরিয়ে এই অঞ্চল আবিষ্কার করেন ভাস্কো দা গামা। রহস্য ও বৈচিত্র্যের এ মহাদেশের দীর্ঘ এক পথ চলে গেছে দেশ থেকে দেশান্তরে।
সেই রহস্যে মোড়া ভূখণ্ডের প্রতিটি অঞ্চলের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, ভৌগোলিক বৈচিত্র্য যে কোন ভ্রমণকারী ও ভবঘুরের আগ্রহের স্থান। তা নিয়েই ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’ শিরোনামে ভ্রমণগদ্যের বই লিখেছেন বাংলাদেশি নারী ভ্রমণকারী এলিজা বিনতে এলাহী।
বইটি পূর্ব আফ্রিকার তিন দেশ- কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডার ভ্রমণ আখ্যান। লেখক পথ চলতে চলতে প্রাচীন ইতিহাসের মুখোমুখি হয়েছেন, দেখেছেন নানা জনপদ, জানবার চেষ্টা করেছেন তাদের সংস্কৃতি, বুঝতে চেয়েছেন নানাবিধ ভাষার রহস্য।
সেসব আবেগ, অভিজ্ঞতা, অনুভূতি, স্বীকারোক্তি ও কৈফিয়তের হিসেব-নিকেশ নিয়েই আবর্তিত ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’। এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে ‘অনুপ্রাণন প্রকাশন’।
বইটি নিয়ে লেখক এলিজা বিনতে এলাহী বলেন, “আফ্রিকা কতটুকু দেখা হয়েছে জানি না। এই ভূখণ্ডের নিজস্ব ভাণ্ডার আর বিগত শতাব্দীজুড়ে ঔপনিবেশিকরা যা ফেলে গেছে সবই সত্যি আফ্রিকার জন্য। মাত্র ১৫ দিনের ভ্রমণে রিয়েল আফ্রিকার কথা বললে, আমার কেবলই মনে হয় , আফ্রিকার মানুষগুলোর কথা, তাদের অদম্য প্রাণশক্তির কথা। তারাই আফ্রিকার প্রকৃত আত্মা!”
লেখক এলিজা বিনতে এলাহী ভ্রমণ করেছেন বিশ্বের ৬০টি দেশসহ বাংলাদেশের ৬৪ জেলা। ভ্রমণে তিনি প্রাধান্য দেন যে কোন ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’-সহ তার ভ্রমণবই রয়েছে তিনটি।