শৈশবপ্রকাশ থেকে প্রকাশিত দ্বিভাষিক এ বইটি লিখেছেন মাহরীন ফেরদৌস।
Published : 07 Feb 2025, 12:18 PM
একদিন মিলির মন খুব খারাপ ছিল। পৃথিবীর সব মানুষেরই কখনো না কখনো মন খারাপ হয়। তখন আর কিছু ভালো লাগে না— খেলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, এমনকি ঘুমও আসে না। মিলিও সেদিন বারান্দায় একা বসে ছিল, মনটা খুব ভারী লাগছিল তার।
ঠিক তখনই আকাশ থেকে পাঁচটি রঙিন পাখি উড়ে এলো— নীল, সবুজ, লাল, হলুদ আর কমলা রঙের। পাখিগুলো গান গাইতে গাইতে মিলির কাছে এল। তারা মিলিকে তার ভেতরের পাঁচটি অনুভূতির কথা জানিয়ে দিলো।
পাঁচটি রঙিন পাখি মিলিকে কী শেখাল? জানতে চাইলে পড়তে হবে মাহরীন ফেরদৌসের ‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’ বইটি। তখন আমরাও মিলির সঙ্গে নিজের অনুভূতির রঙিন পাখিগুলোকে খুঁজে পাব। মন খারাপ হলে কীভাবে আবার হাসিমুখে দিন শুরু করা যায়, সেটাও জানব।
‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’ একটি দ্বিভাষিক বই— একই গল্প দুই ভাষায় বলা। বইতে গল্পটি বলা হয়েছে বাংলা ও ইংরেজিতে। শুধু গল্প বলেই ক্ষান্ত হয় না এ বই, শিশুদের শেখার জগতটাও বড় করে দেয়। কারণ, ইংরেজি মাধ্যমে পড়া অনেক শিশু-কিশোরই ইংরেজির পাশাপাশি বাংলা বই পড়তে চায়। অনেকে আবার ইংরেজি বই পড়ে ইংরেজি শেখার জন্য। অন্যদিকে, দেশের বাইরে থাকা বাংলাদেশি পরিবারগুলো চায় এমন বই, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষায় গল্প থাকে। এমন পাঠকদের কথা ভেবেই মাহরীন ফেরদৌস লিখেছেন এই দ্বিভাষিক বইটি।
গল্প শিশুদের কল্পনার জগতের দরজা খুলে দেয়। একই সঙ্গে গল্প হলো নিজেকে আবিষ্কারের একটি শক্তিশালী মাধ্যম। অনেক সময় শিশুর মানসিক, সামাজিক ও সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গল্পের বই ও কাহিনিগুলো।
শিশুদের প্রাথমিক অনুভূতি ধরা হয়— আনন্দ, দুঃখ, রাগ, ভয় ও ঘৃণা। কিন্তু, শিশুদের মানসিক বিকাশের জন্য শুধু এগুলো চেনাই যথেষ্ট নয়। এসব অনুভূতির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ গুণও ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন। যেমন— সহানুভূতি, অর্থাৎ অন্যের কষ্ট বুঝতে পারা; আত্মসচেতনতা, মানে নিজের অনুভূতি ও আচরণ বুঝতে শেখা; সহনশীলতা, অর্থাৎ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা; কৃতজ্ঞতা, মানে ছোট ছোট ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো এবং আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের ওপর ভরসা রাখা।
অনেক শিশুই এগুলো সম্পর্কে জানার সুযোগ পায় না, আর জানলেও ভালোভাবে বুঝতে পারে না। বইতে সহজ গল্পের মাধ্যমে শিশুদের এই গুরুত্বপূর্ণ গুণগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তারা নিজের অনুভূতি বুঝতে পারে এবং ধীরে ধীরে একজন সুন্দর ও পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে।
‘মিলির সাথে পাঁচটি পাখি ওড়ে’ গল্পে বাংলা আর ইংরেজি ভাষায় মিশে আছে আনন্দ, কল্পনা আর অনুভূতির জগৎ। বইটি ৫-৮ বছর বয়সী পাঠকদের জন্য। প্রচ্ছদ ও বইয়ের অলঙ্করণ করেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ করেছে শৈশবপ্রকাশ। মূল্য ২০০ টাকা।
শৈশবপ্রকাশ থেকে প্রকাশিত শিশু-কিশোরদের জন্য মাহরীন ফেরদৌসের আরও দুটি বই— ‘কোথায় গেলো জাদুকর’ এবং ‘কে তোমার সুপার শক্তিশালী বন্ধু?’