বিদেশগামী যাত্রীরা ঘরে বসেই তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।
Published : 03 Feb 2025, 12:15 AM
মেনিনজাইটিসের টিকাদান কার্যক্রমে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাই করার জন্য ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেম তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা।
এর ফলে বিদেশগামী যাত্রীরা ঘরে বসেই তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ ভিসায় সৌদি আরবে যাবেন, অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ অথবা জিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে।
এ অবস্থায় সারাদেশে ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়সহ মোট ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিকা নিতে আগ্রহীরা নিজের খরচে ওইসব কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। আর কেন্দ্রগুলো টিকাগ্রহীতার সব তথ্য এমআইএসের ডেটাবেইজে সংরক্ষণ করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাদান কেন্দ্র থেকে যে টিকা কার্ড দেওয়া হবে, তাতে কিউআর কোড রয়েছে। টিকার সনদ অনলাইনে ডাউনলোড করা যাবে।
ওই সনদ আন্তর্জাতিকভাবে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা যাবে। একইসঙ্গে ভ্যাক্স ইপিআই রেজিস্ট্রেশন করলে প্রত্যেককে একটি হেলথ আইডি দেওয়া হবে, যার মাধ্যমে পরবর্তীতে ওই ব্যক্তির সব ধরনের স্বাস্থ্য তথ্য ডেটাবেইজে যোগ করা যাবে।