আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েসাইটে পাওয়া যাবে।
Published : 07 Feb 2025, 08:48 PM
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের চিকিৎসার খরচ পরিশোধ করবে সরকার।
এজন্য চিকিৎসার বিল সংক্রান্ত সব ধরনের কাগজপত্রসহ আবেদন করতে হবে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সিভিল সার্জন কার্যালয়ে এ আবেদন জমা দিতে হবে।
গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের এক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৯ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও স্বাস্থ্য কার্ড বিতরণ সংক্রান্ত সভায় যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এজন্য আবেদন ও বিল গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে হবে।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেলে জমা হওয়া বিল স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে পাঠাবে।
একইভাবে সিভিল সার্জন অফিসে জমা হওয়া বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে পাঠাবেন।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাবি করা অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে বিশেষ সেল।
আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর ওয়েসাইটে www.musc.portal.gov.bd পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্ররা যে আন্দোলন শুরু করে তা তীব্রতা পায় জুলাইয়ে। পরে তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। তীব্র ছাত্র-গণ আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে চলে যান।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে গত বছরের ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।
ওই কমিটির প্রতিবেদনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে ৮৪৪ জন নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন ১৩ হাজার ২৭৩ জন মানুষ।