গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।
Published : 07 Feb 2025, 07:23 PM
‘জলে জ্বলে তারা’ সিনেমার প্রথম গান 'তোকেই ভালোবাসি' প্রকাশ্যে এসেছে।
প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এতে জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম এবং তারা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
সিনেমার গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী এবং নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি নির্মাতার তৃতীয় সিনেমা।
সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং হয়।
সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
এ সিনেমায় আরেকটি গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ।