বহুদিন পর পুরনো বন্ধুদের পেয়ে সবাই আড্ডায় মেতে ওঠেন।
Published : 07 Feb 2025, 10:49 PM
আড্ডা, হৈ-হুল্লোরে আনন্দযজ্ঞের মধ্য দিয়ে হয়ে গেল রাজধানীর আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের সাবেক শিক্ষার্থীদের সম্মিলন।
শুক্রবার 'থিয়েটার স্কুল প্রাক্তনী' সংগঠনের এ আয়োজনে নাট্যশিক্ষার প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও প্রশিক্ষকরা অংশ নেন। বহুদিন পর পুরনো বন্ধুদের পেয়ে খুশিতে আড্ডায় মেতে ওঠেন।
ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে থিয়েটার স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদার সম্মিলন উদ্বোধন করেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণআন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আহতদের সুস্থতা কামনা করেন।
সম্মিলনে বিতর্ক, আলোচনা অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক পর্বে নাচ, গান ও আবৃত্তির পর সন্ধ্যায় হয় নাটক ও যাত্রাপালা।
নাটকের দল ‘থিয়েটার’ ১৯৯০ সালে প্রতিষ্ঠা করে ‘থিয়েটার স্কুল’। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
নাট্যকার ও নির্দেশক আবদুল্লাহ আল-মামুন ভারতের দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পর্যালোচনা করে একটা পাঠ্যক্রম তৈরি করেন। মৃত্যুর পর তার নামেই স্কুলটির নামকরণ করা হয়।