‘বলী’ চলছে ৮টি প্রেক্ষাগৃহে; ‘দায়মুক্তি’ চলছে ২০টিতে।
Published : 07 Feb 2025, 02:15 PM
দীর্ঘদিন পর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে এসেছে দুইটি সিনেমা। বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে 'বলী' ও 'দায়মুক্তি' নামের দুইটি সিনেমাই দুই ভিন্ন গল্প নিয়ে হাজির হয়েছে দর্শকদের কাছে।
চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ গল্পে তুলে ধরেছেন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী তার ‘বলী’ সিনেমায়। ‘বলী’ মুক্তি পেয়েছে ৮টি প্রেক্ষাগৃহে।
অন্যদিকে বৃদ্ধাশ্রমের মানুষেরা কেমন থাকেন, কেন কিছু মানুষকে জীবন সায়াহ্নে এসে সংসার ছেড়ে সেখানে যেতে হয় তা পর্দায় তুলে ধরেছেন পরিচালক বদিউল আলম খোকন। তার ‘দায়মুক্তি’ সিনেমাটি দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নাসিরের 'বলী'
চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে 'বলী' সিনেমা বানানো হয়ছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যাকে সাগরপাড়ের এক ‘খ্যাপাটে জেলের চরিত্রে’ দেখা গেছে।
নির্মাতা ইকবাল গ্লিটজকে বলেছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল ও চট্টগ্রামের বালি আর্কেডে দেখানো হচ্ছে 'বলী'।
এছাড়াও যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার ম ম ইন, নারায়ণগঞ্জের সিনেস্কোপ দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমায় আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ কয়েকজন। সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রামের বাঁশখালী সমুদ্রসৈকতে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘বলী’ ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।
২০ প্রেক্ষাগৃহে 'দায়মুক্তি'
বৃদ্ধাশ্রমের গল্পে 'দায়মুক্তি' সিনেমায় অভিনয় করেছেন দুই বর্ষীয়ান অভিনয় শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান।
সিনেমার চিত্রনাট্য নিয়ে পরিচালক খোকনের ভাষ্য, "এটি শিক্ষণীয় একটি সিনেমা, মা-বাবাকে যে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই সেটার প্রতিবাদস্বরূপ এই সিনেমাটি।
"বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এবং সন্তান হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি সেটি তুলে ধরার চেষ্টা করেছি। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।"
পরিচালক খোকন জানিয়েছেন, 'দায়মুক্তি' সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সনি স্কয়ার, লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আজাদ সিনেমা, বিজিবি সিনেমা, আনন্দ সিনেমা ও সৈনিক ক্লাবে।
ঢাকার বাইরের হলগুলো হল নারায়ণগঞ্জ সিনেস্কোপ, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মধুবন, খুলনার সংগীতা সিনেমা,কাঁচপুরের চাঁদমহল, জয়দেবপুরের বর্ষা সিনেমা, ময়মনসিংহের ছায়াবানী,চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, পাবনার রূপকথা সিনেমা,শেরপুরের সত্যবতী সিনেমা, হবিগঞ্জের মোহন সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা।
এই সিনেমায় আরও জুটি বেঁধেছেন সাইমন সাদিক ও সুস্মি রহমান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রতসহ অনেকে।
সিনেমাটি ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।