“শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।“
Published : 28 Jan 2025, 05:30 PM
চলতি বছরের মার্চ মাস থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে সরকার মাঠে নামবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দেশের সব বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “হারিয়ে যাওয়া বনভূমি উদ্ধার প্রকৃতি রক্ষায় অত্যন্ত জরুরি। শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
মঙ্গলবার আগারগাঁওয়ে বন ভবনে আয়োজিত ‘সহব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ বিষয়ক কর্মশালায় উপদেষ্টা কথা বলছিলেন।
রিজওয়ানা জানিয়েছে, বন নির্ভর জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
“প্রয়োজন হলে কর্মপরিকল্পনা হালনাগাদ করা হবে এবং মার্চের মধ্যেই গেজেট নোটিফাই কমিটি গঠন করা হবে।”