“অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে; দেশের মানুষকে সচেতন থাকতে হবে,” বলেন তিনি।
Published : 07 Feb 2025, 11:37 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
চট্টগ্রাম প্রেস ক্লাবে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এই সরকার বৈষম্যবিরোধী সরকার। দেশের যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
“এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।”
মতবিনিময়ের বিষয়টি চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতের ‘যেকোনো সময়ের চাইতে’ সংবাদমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে মনে করেন আজাদ মজুমদার।
তিনি বলেন, “দেশের প্রধান বন্দর ও বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক আলমগীর অপু, মোহাম্মদ শহীদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান, চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তফা নঈম উপস্থিত ছিলেন।