বুধবার রাতে প্রতিকৃতিটি ভাঙতে গিয়েছিলেন কয়েকশ ছাত্র। ছাত্রীদের বাধায় সেখান থেকে ফিরে আসেন তারা।
Published : 06 Feb 2025, 07:40 PM
ছাত্রীদের বাধায় আগের রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘জননেত্রী শেখ হাসিনা হলে’ নৌকার প্রতিকৃতি ভাঙতে না পারলেও বৃহস্পতিবার সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।
কারা এ প্রতিকৃতি ভেঙেছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হননি।
তবে বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বৃহস্পতিবার দুপুরে কিছু সংখ্যক ছাত্রীর উপস্থিতিতে শ্রমিকরা নৌকার প্রতিকৃতিটি ভেঙেছে।
শেখ হাসিনা হলের হাউস টিউটর ড. আকিকুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘কিছু বলতে পারবেন না’ মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
আর প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি ‘অবগত নন’, তাকে কেউ কিছু ‘জানায়নি’।
এর আগে বুধবার রাতে প্রতিকৃতিটি ভাঙতে যান কয়েকশ ছাত্র। তখন ছাত্রীদের বাধায় তারা সেখান থেকে ফিরে আসেন।
প্রত্যক্ষদর্শীদের একজন বলছেন, বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ ছাত্র জননেত্রী শেখ হাসিনা হলের সামনে থাকা নৌকার প্রতিকৃতি ভাঙতে যায়। এসময় হল থেকে একদল ছাত্রী বের হয়ে তাদের বাধা দেয়। তখন ছাত্ররা সরে গেলেও ছাত্রীরা সেখানে অবস্থান নেয়।
ছাত্রীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের ‘সন্ত্রাসী, সন্ত্রাসী’ বলে দুয়ো দিতে থাকেন। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর প্রক্টরিয়াল বডির সদস্যরা হলে গেলে তাদের সঙ্গেও ছাত্রীরা বিতণ্ডায় জড়ায়।
ছাত্রীদের ভাষ্য, নৌকার প্রতিকৃতি ভাঙতে হলে প্রশাসনিকভাবে ভাঙতে হবে। অন্য কেউ ভাঙতে পারবে না।
জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক জান্নাত আরা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অসুস্থ। তবে শুনেছি কিছু ছাত্র হলের সামনে আসায় কিছু ছাত্রী পেছনের গেইট দিয়ে বের হয়ে তাদের বাধা দেয়।”
এ ঘটনার তদন্তে হল থেকে একটি কমিটি গঠনের তথ্য দেন তিনি। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও আলাদা তদন্ত কমিটি গঠনের তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতের ঘটনায় ভিসি, প্রো-ভিসি, সব হল প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টরিয়াল বডি, চাকসু পরিচালক এবং ছাত্র উপদেষ্টাদের নিয়ে বৃহস্পতিবার সকালে মিটিং হয়েছে। সেখানে ঘটনার তদন্তের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।”
এর আগে মঙ্গলবার বিকালে একদল ছাত্র শেখ হাসিনা হলে শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙতে গেলে ছাত্রীদের বাধার মুখে পড়েন। তখন ছাত্ররা সেখানে শেখ হাসিনার প্রতিকৃতিতে কালি মেরে দেন।
আরও পড়ুন
৩২ নম্বরে বাড়ি ভাঙা আপাতত বন্ধ, চলছে লুটপাট
৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে নারীসহ দুজনকে গণপিটুনি