বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
Published : 06 Feb 2025, 07:58 PM
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আলোচিত মামলাটির এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতে নেওয়ারও অনুমতি পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হসপিটালের কনসালটেন্ট কথক দাশকে (৪০) বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, তাকে জিজ্ঞাসাবাদে ১০ দিন রিমান্ডের আবেদন করা হলে শুনানি নিয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত দুই দিন মঞ্জুর করেন।
গ্রেপ্তারের ব্যাপারে তথ্য দিয়ে তিনি বলেন, “যুক্তরাজ্য যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ঢাকা বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি দল সেখানে গেলে তাদের কাছে হস্তান্তর করা হয়।”
চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপর গেরুয়া আরেকটি পতাকা টাঙানোর অভিযোগ উঠেছিল ২০২৪ সালের ২৫ অক্টোবর। সেদিন লালদীঘির মাঠে ছিল বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশ।
সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর ব্যাপক সমালোচনা হলে পতাকা সরিয়ে ফেলা হয়। ওই ঘটনায় পাঁচ দিন পর ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
ওই মামলায় গত বছরের ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় দাশকে। তিনি এখন কারাগারে রয়েছেন।
আরও পড়ুন-
চিন্ময় কেন জামিন পাবেন না, প্রশ্ন হাই কোর্টের
পতাকাকাণ্ড: সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা