তাদের ২৬ ফেব্রুয়ারির মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
Published : 07 Feb 2025, 10:58 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৮ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে।
চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার রাতে সভা করে এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জুলাই-অগাস্ট আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে থাকাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে তাদের কারণ দর্শাতেও বলা হয়েছে।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
ডিসিপ্লিনারি কমিটির সভায় চুয়েট উপাচার্য অধ্যাপক মাহমুদ আবদুল মতিন ভূইয়া সভাপতিত্ব করেন।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে চুয়েটের শিক্ষার্থীরা বলছেন।