প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলটিকে ১০ লাখ টাকার ‘স্পন্সরশিপ’ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক।
Published : 06 Feb 2025, 08:29 PM
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে’ অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস্কেটবল দল।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলটিকে ১০ লাখ টাকার ‘স্পন্সরশিপ’ চেক হস্তান্তর করেছে বেসরকারি সিটিজেনস ব্যাংক।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম এ চেক হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বাস্কেটবল টিমের পক্ষে চেক গ্রহণ করেন।
উপাচার্য বলেন, “আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল যে, এই টিমের জন্য কিছুই করতে পারিনি। সিটিজেনস ব্যাংকের এমন উদ্যোগে আমরা খুশি হয়েছি।”
সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, “আমরা আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, বাস্কেটবল টিম ক্যাপ্টেন রাফিউল হক রাফি এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. ওয়াহিদ ইমামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।