৬ ফেব্রুয়ারি থেকে বুকিংয়ের তিন দিনের মধ্যে টিকেট ইস্যু না হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে সেটি বাতিল করে দিতে হবে।
Published : 06 Feb 2025, 11:07 PM
উড়োজাহাজ টিকেটের ‘উচ্চমূল্যের’ কারণ খুঁজতে তদন্ত কমিটি করেছে সরকার; আর টিকেটের মূল্য তদারকির জন্য গঠন করা হয়েছে ১৩ সদস্যের টাস্কফোর্স।
বৃহস্পতিবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিবকে।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে বিভিন্ন পর্যায়ে উড়োজাহাজ টিকেটের উচ্চমূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে মন্ত্রণালয়ে জরুরি সভা হয়।”
সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপি ছাড়া যেন টিকেট বুকিং করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
৬ ফেব্রুয়ারি থেকে বুকিংয়ের পরের তিন দিনের মধ্যে টিকেট ইস্যু না হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে সেটি বাতিল করে দিতে হবে।
আর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির বুকি করা টিকেট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বরসহ ইস্যু করতে হবে। নয়তো তিন দিনের মধ্যে এসব টিকেটও বাতিল করে দিতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।