০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
২০২৪ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ছয় ব্যাংকে সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার সময় এক্সিম ব্যাংক ৫ হাজার কোটি টাকার পেয়েছিল।
এজন্য ১০ শতাংশ সুদ দিতে চায় ব্যাংকটি; যেটি সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা পেয়েছিল।
বুধবার ১১টি ব্যাংক নিলামে অংশ নেয়। তাতে ১১ দশমিক ১০ শতাংশ সুদে ৪৫২ কোটি ৬০ লাখ টাকা তোলা হয়েছে।
তবে অর্থ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, বলেন তিনি।
এই ধার পেয়েছে ন্যাশনাল, এক্সিম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তবে কে কত পেয়েছে, সেই হিসাব প্রকাশ হয়নি।
সবচেয়ে বেশি পেয়েছে ইসলামী ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির অনুমোদনের পর ৫ ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজারের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে নগদ টাকার টানাটানিতে থাকা ব্যাংকগুলোকে।
‘ভালো’ অবস্থায় থাকা ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা গত সপ্তাহে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে সম্মত হন। তার অংশ হিসেবেই এ ঋণ।